বনশ্রীতে কণ্ঠশিল্পী মনি কিশোরের দাফন

মনি কিশোর | ছবি: সংগৃহীত

সব জটিলতা কাটিয়ে আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে নব্বই দশকে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের দাফন সম্পন্ন হয়েছে।

ঢাকার দক্ষিন বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদের পাশেই একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

গীতিকার মিল্টন খন্দকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'শিল্পীর মেয়ে নিন্তী চৌধুরী সরকারিভাবে একটি কাগজ পাঠিয়েছেন। সেটা আজ বিকেলে থানা থেকে নিয়ে দক্ষিন বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদে জানাজা শেষে পাশেই একটি গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা আশা করেছিলাম শিল্পীর মেয়ে দেশে আসবেন। কিন্তু পরীক্ষা চলার কারণে আসতে পারেননি।'

১৯ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর রামপুরার একটি বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে আছে—'কী ছিলে আমার বলো না তুমি', 'আমি মরে গেলে', 'ফুল ঝরে তারা ঝরে', 'মুখে বলো ভালোবাসি', 'আমি ঘরের খোঁজে'।

 

Comments