আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা কীভাবে পালালেন, তদন্ত করছি: শফিকুল আলম

গণহত্যার সঙ্গে জড়িত যারা এখনো বাংলাদেশে আছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শফিকুল আলম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা কীভাবে পালালেন, সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আরও জানান, গণহত্যার সঙ্গে জড়িত যারা এখনো বাংলাদেশে আছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, 'এই ব্যাপারে সরকারের অবস্থান খুবই স্পষ্ট। আমরা এই বিষয় তদন্ত করছি—কেন, কীভাবে উনারা পার পেয়ে গেলেন, পালাতে পারলেন। একটি বিষয় স্পষ্ট, সেটি হলো ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত কিন্তু কোনো সরকার ছিল না। প্রায় এক সপ্তাহের মতো পুলিশ স্ট্রাইকে ছিল।'

তিনি বলেন, 'অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে, এই লোকটা পালাচ্ছেন। পুলিশ দিয়ে তাকে ধরতে হবে। ওই জায়গায় সেই সময় একটি গ্যাপ ছিল।'

'আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল এদের গ্রেপ্তার করার। আমরা এখনো চেষ্টা করছি, যারা যারা বাংলাদেশে আছেন—গণহত্যার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করার,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh’s quest for a corruption-free tomorrow

Corruption manifests in various forms—such as bribery, favouritism, and embezzlement—and is experienced firsthand by ordinary citizens, entrepreneurs and investors.

4h ago