ভিমরুলের কামড়ে বাবা-বোনের পর শিশু সিফাতও মারা গেল

Mymensingh.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও বোনের মৃত্যুর পর শিশু সিফাত উল্লাহও (৫) মারা গেছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিফাতের মৃত্যু হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গতকাল দুপুরে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম তার আট বছর বয়সী মেয়ে ও পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে নৌকায় বাড়ির পাশের জঙ্গলে লাকড়ি জোগাড় করতে যান। এ সময় ভিমরুলের চাকে আঘাত লাগলে ঝাঁকে ঝাঁকে ভিমরুল তাদের কামড়াতে শুরু করে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন আবুল কাশেম, মেয়ে লাবিবা ও ছেলে সিফাত উল্লাহকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথেই মারা যান ইমাম আবুল কাশেম ও লাবিবা।

দুই শিশুসহ বাবার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রোববার সকালে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান ওসি আল মামুন।

 

Comments

The Daily Star  | English

A rush to heal exposed banking wounds

In October, a video on social media showed the manager of Social Islami Bank’s Agargaon branch breaking down in tears after enduring harsh verbal abuse from frustrated customers seeking to withdraw cash.

6h ago