পূজামণ্ডপে হামলা: দায়ীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

তাঁতিবাজার গোলচত্তর এলাকায় বিক্ষোভ মিছিল। ছবি: রাকিবুল হাসান রাকিব/স্টার

পুরান ঢাকার তাঁতীবাজার এলাকার পূজামণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবিতে তাঁতীবাজার সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ শনিবার দুপুর ৩টা থেকে তাঁতীবাজার গোলচত্তর এলাকার সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় মণ্ডপে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা রুদ্র দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল দুর্বৃত্তরা আমাদের মণ্ডপে হামলা করেছে। তাদের হামলা অসফল হয়েছে, কিন্তু হামলাকারীকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে আমাদের পাঁচজন ভাই আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি আছে।'

তিনি বলেন, 'এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে আমরা আন্দোলন করছি।'

সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে রুদ্র বলেন, 'আমরা সড়ক অবরোধ করে রেখেছি। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দিচ্ছি।'

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

38m ago