বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সবাই কেন ভিসি হতে চান বুঝি না: ওয়াহিদউদ্দিন মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, উপজেলা পর্যায় থেকে রাজধানী পর্যন্ত সারা দেশে সরকারের মালিকানাধীন যানবাহনের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করবে সরকার।
আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পে গাড়ি ব্যবহার করা হয়। কিন্তু প্রকল্প শেষ হলে সেসব গাড়ি কী হবে, সে বিষয়ে প্রতিবেদনে মূল্যায়ন করা হবে।
এ ছাড়া, গাড়িগুলো কী কাজে ব্যবহার করা হচ্ছে সে বিষয়েও মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন শিক্ষার্থীদের পড়ানোর পরিবর্তে উপাচার্য বা উপ-উপাচার্য হতে বেশি আগ্রহী।
তিনি বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো ৩০০, ৪০০ বা ৫০০ শিক্ষক আছেন; কিন্তু তারা সবাই কেন ভিসি হতে চান, আমি বুঝি না।
তিনি আরও বলেন, আমি সবসময় একজন ভালো শিক্ষক হতে চেয়েছি, ভিসি হতে চাইনি।
Comments