পুরোনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানিয়ে ‘খুশি’ ড. ইউনূস

আজ শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর পর সেখানে তার সঙ্গে একান্ত বৈঠক করেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৈঠক শেষে ড. ইউনূস সাংবাদিকদের জানান, ঢাকায় পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি 'খুব খুশি'।

ড. ইউনূস এসময় ছাত্র-জনতার অভ্যুত্থান, আত্মত্যাগ এবং বিগত সরকারের গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে ড. ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং সেখানকার নেতৃত্বের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন।

পরে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুতে যান।

এর আগে দুপুর ২টায় সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সফর সূচি অনুসারে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে হোটেল ইন্টার কন্টিনেন্টালে তার ওয়ান-টু-ওয়ান বৈঠক হওয়ার কথা রয়েছে।

পরবর্তীতে, দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন যেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এখানে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে। পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি 'সেক্টরাল ডায়ালগ পার্টনার' হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, পরবর্তীতে যৌথ বিবৃতি দেওয়া হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

1h ago