বকেয়া বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অ্যাপারেল প্লাস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়ক উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার দিবাগত রাত ১০টার দিকে ভোগরা এলাকায় শ্রমিকরা মহাসড়কের ওপর বসে পড়েন।
তারা জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে।
পাওনা টাকা না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানান তারা।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মালিকপক্ষ গত ১৪ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করেন। সে সময় যাবতীয় পাওনা পরিশোধে ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি হয়। চুক্তি মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। বকেয়া পরিশোধ না করায় সে সময় একবার শ্রমিকরা রাস্তা অবরোধ করে।'
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) অশোক কুমার বর্মণ জানিয়েছেন, রাত সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে সাত থেকে আট কিলোটার যানজট সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ভোগরা-মীরেজবাজার জোন) মো. হাবিল ডেইলি স্টারকে বলেন, 'আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছি।'
এ ব্যাপারে জানতে অ্যাপারেল প্লাস লিমিটেডের জেনারেল ম্যানেজার কবির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
Comments