কলাপাড়ায় ট্রলারে বরফ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৯ জেলে আহত
পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী ট্রলারে বরফ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন জেলে আহত হয়েছেন।
কুয়াকাটা সংলগ্ন আশাখালী এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চারজনকে ভর্তি করা হয়। তাদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার চাপলী বাজার এলাকায়।
ট্রলারের মালিক মিনারুল বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য ১৫ জেলেসহ আমার ট্রলারটি আশাখালী এলাকায় মাটির পরশ আইস মিলে সিরিয়াল নেয়। ট্রলারে বরফ লোড করার সময় একই এলাকার ফারুক মাঝির অপর একটি ট্রলার সেখানে গিয়ে সিরিয়াল ভেঙে তাদের ট্রলারে আগে বরফ দিতে বলে।'
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ফারুকের ট্রলারের লোকজন মিনারুলের ট্রলারের লোকজনদের ওপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনার কথা শুনেছি। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
Comments