গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

আজ সকাল ৮টার দিকে মন্ডল গার্মেন্টসের প্রায় তিন হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুরে বাঘের বাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নামায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

হাজিরা বোনাসের দাবিতে গাজীপুর মহানগরে বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে আন্দোলনে নেমেছেন করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ সকাল ৮টার দিকে মন্ডল গার্মেন্টসের প্রায় তিন হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ জানায়, বাঘের বাজার এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত কিছু জায়গায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক দ্য ডেইলি স্টারকে বলেন, অনেক কারখানায় হাজিরা বোনাস দেওয়া হচ্ছে। আমাদের কারখানাতেও হাজিরা বোনাস দিতে হবে।

তাদের ভাষ্য, হাজিরা বোনাস ছাড়া শুধু বেতনের টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবীর খোকন দ্য ডেইলি স্টারকে বলেন, কারখানায় যেসব শ্রমিক নিয়মিত ঠিক সময়ে কাজে আসেন তাদেরকে প্রতিমাসে ৭৫০ টাকা হাজিরা বোনাস দিচ্ছে বিভিন্ন পোশাক কারখানা। এটা শ্রমিকদের অধিকার এবং এ দাবিটি যৌক্তিক।

সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর বাঘের বাজার জোন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সুমন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল থেকে শ্রমিকেরা মহাসড়কে আন্দোলনে নেমেছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজট রয়েছে।

এ ব্যাপারে মন্তব্যের জন্য একাধিকবার চেষ্টা করেও মন্ডল পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

Inside the lives of RMG workers

In the shadowy predawn hours, the air in Ashulia, a small industrial town on the outskirts of Dhaka, is thick with anticipation.

11h ago