পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাসুদ বিন মোমেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার থেকে এক বছরের জন্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন মাসুদ মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামীকাল এ বিষয়ে নোটিশ জারি করতে পারে।

২০১৯ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন এবং ২০২২ সালের নভেম্বরে আওয়ামী লীগ সরকার তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়ে চলতি বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত করে।

পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আগে তিনি ২০১৫ সাল থেকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও, ইতালিতে রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন মাসুদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরবর্তী পররাষ্ট্র সচিব হতে পারেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

7h ago