কাপ্তাই বাঁধ থেকে পানি ছাড়ার পরিমাণ বাড়ল, ১.৫ ফুট খোলা হলো গেট

কাপ্তাই হ্রদ থেকে ছাড়া হচ্ছে পানি। স্টার ফাইল ফটো

উজানের পানির চাপ বাড়ায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের গেট দেড় ফুট খুলে দেওয়া হয়েছে। গেটগুলো দিয়ে এখন প্রতি সেকেন্ডে ৩০ হাজার ঘনফুট (সিএফএস বা কিউসেক) পানি ছাড়া হচ্ছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের দ্য ডেইলি স্টারকে বলেন, কাপ্তাই হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। আজ বুধবার সকাল ৯টায় হ্রদে পানি ছিল ১০৮.৬৮ ফুট এমএসএল। উজান থেকে পানির চাপ বাড়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ে দেড় ফুট করে খুলে দেয়া হয়েছে।

তিনি বলেন, হ্রদের পার্শ্ববর্তী এলাকা এবং সড়কের ক্ষতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যে পরিমাণ পানি ছাড়া হচ্ছে তাতে ভাটি অঞ্চলের কোনো ক্ষতি হবে না।

গত রোববার কাপ্তাই হ্রদ থেকে পানি কমাতে ১৬টি গেট ছয় ইঞ্চি খোলা হয়েছিল। কিন্তু উজানে পানির চাপ বাড়ায় পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হলো।

হ্রদে পানি বাড়ায় বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে বর্তমানে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago