থানা চালু হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, থানাগুলোতে কাজ শুরু হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকনের) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'সংখ্যালঘুদের গায়ে হাত দিলে বা নির্যাতন করলে কেউ ছাড় পাবে না, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ছোটবেলা থেকে সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে মিলেমিশে আমরা বড় হয়েছি। কোনো বিভেদ ছিল না। আমরা মারামারি, হানাহানি, সহিংসতা চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী।'
ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ, সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারীসহ ইসকনের সাত সদস্যদের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় অগ্রাধিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টাকে অনুরোধ জানান।
Comments