বিচার বিভাগের কেউ অসৎ কাজে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের কেউ কোনো অসৎ কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করব। গণঅভ্যুত্থানের পর সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি সবকিছু করব। বছরের পর বছর ধরে আমাদের ন্যায়বিচারের বোধ নষ্ট হয়ে গেছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকনের দেওয়া সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এ কথা বলেন।

এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামসহ হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

59m ago