হাইকোর্ট বিভাগেও সংস্কার দরকার: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার দরকার বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান বলেন, 'সরকার সুপ্রিম কোর্ট সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে একজন নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধান বিচারপতি খুব শিগগিরই বিচারের জায়গা তৈরি করবেন।'

শনিবার শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। ওই দিনই দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়। 

৮ আগস্ট নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রোববার সাংবাদিকদের আরও বলেন, হাইকোর্টে কোনো সিন্ডিকেট আছে কি না, সেটা তার জানা নেই।

'এখানে কেউ কোনো সিন্ডিকেট করে থাকলে আমাদের জানান। জানালেই ব্যবস্থা নেওয়া হবে', বলেন তিনি।

তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে তার এক ঘনিষ্ঠের মাধ্যমে হাইকোর্টের কাজে হস্তক্ষেপের অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে এই অ্যাটর্নি জেনারেল বলেন, 'অভিযোগ ছিল সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে, অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নয়। এমনকি আইনের শত্রুরাও। এমনকি উপদেষ্টা আসিফ নজরুলের শত্রুরাও বিশ্বাস করবেন না যে তিনি কোনো সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হবেন বা এই ধরনের সিন্ডিকেটের অংশ হবেন।'

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ একাধিক পদে থাকা ব্যক্তিদের পদত্যাগের পর কীভাবে সংকট কাটানো হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা খুব দ্রুত এটি সমাধান করব।'

বিচার বিভাগের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাই অনিয়মের বিরুদ্ধে।

'এসব অনিয়ম ও অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আমি আশা করি অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Mohammadpur alarmed over muggings even in daylight

On Saturday, a 17-year-old college student was mugged near Dhaka State College on Nurjahan Road around 4:15 pm

12m ago