ড. ইউনূসকে শুভেচ্ছা, বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: মোদি

তিনি বলেন, আশা করি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স ফাইল ফটো

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (টুইটার) অ্যাকাউন্টে করা পোস্টে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।

বঙ্গভবনে রাত ৯টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা হিসেবে আরও ১৫ জন বঙ্গভবনে শপথ নেন।

নরেন্দ্র মোদির টুইট।

এক্সে (সাবেক টুইটার) ৯টা ৪৮ মিনিটে করা পোস্টে মোদি বলেন, 'প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।'

তিনি আরও বলেন, 'শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

Comments