ড. ইউনূসের অপেক্ষায় তারা

ড. ইউনূসকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়। ছবি: স্টার

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দেশে আসছেন খবর পেয়ে তাকে অভিবাদন জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের সড়কে ভিড় করেছেন অনেক মানুষ।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিমানবন্দরের ভিআইপি টার্মিনালেন সামনে ড. ইউনূসকে অভ্যর্থনা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন তারা।

কেউ এসেছেন পতাকা-ব্যানার নিয়ে, কেউবা ফেস্টুন, কারও হাতে ফুল। কেউ হাততালি দিয়ে যাচ্ছেন। শুভেচ্ছা স্বাগতম স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।

আজ দুপুর ২টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ড. মুহাম্মদ ইউনূস। 

সব প্রক্রিয়া শেষ করে ২টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বের হলে তাকে ফুলেল অভিবাদন জানান ছাত্র-জনতা। এসময় ড. ইউনূসের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায়।

ছবি: স্টার

রাজধানীর খিলগাঁও থেকে ড. ইউনূসকে সংবর্ধনা জানাতে শাহজালাল বিমানবন্দরে এসেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিল আহমদ। 

তিনি বলেন, 'বুলেটের সামনে দাঁড়িয়ে আমরা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আজকের এই প্রেক্ষাপট তৈরি করেছি। ড. ইউনূসকে নিয়ে আমাদের নতুন সম্ভাবনা। তাকে ঘিরেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তাই তাকে স্বাগত জানাতে, সংবর্ধনা দিতে আমরা বিমানবন্দরে ছুটে এসেছি।'

তাশইফ আহমেদ চৌধুরী শেখ বোরহান উদ্দিন গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী। গত ১৮ জুলাই তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে সংঘর্ষে ডান হাতে ব্যথা পান। সেই হাত বেধেই তিনি বিমানবন্দরে গাঁদা ফুলের মালা নিয়ে এসেছেন ড. ইউনূসকে সম্মান জানাতে।

তিনি বলেন, 'আমরা সবাই একসঙ্গে কাজ করে দেশ গড়ব।'

 

Comments

The Daily Star  | English

Destiny MD Rafiqul, 18 others jailed for 12 years

All the accused were asked all to deposit TK 4515.57 crore to the state within six months

1h ago