বান্দরবানে পুলিশে অসন্তোষ, বিশৃঙ্খলা

বান্দরবানে পুলিশে অসন্তোষ
বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইনসে কনস্টেবলদের অসন্তোষ। ছবি: স্টার

বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইনসে কয়েকজন কনস্টেবল কাজে যেতে অনীহা প্রকাশ করায় সেখানে পুলিশ সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এতে বিশৃঙ্খলা দেখা দেয়।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় বালাঘাটা পুলিশ লাইনস ব্যারাকে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ লাইনসে কর্মরত এক কনস্টেবল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। অনেক অফিসার পালিয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় কয়েকজন পুলিশ সদস্য কাজে যেতে অনীহা প্রকাশ করেন।'

তিনি আরও বলেন, 'পুলিশ অফিসারেরা ডিউটি পালনে চাপ দিলে কয়েকজনকে পুলিশ লাইনসের ভেতরে ভুয়া স্লোগান দিতে শোনা যায়।'

পুলিশ লাইনসে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments