হাসিনা কি ভারত থেকে লন্ডন যাবেন?

শেখ হাসিনার যাত্রাপথ
একটি সামরিক হেলিকপ্টারে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে থাকবেন না। ভারতে কিছুটা যাত্রাবিরতি করে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন তিনি

তাকে বহন করছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি লকহিড সি১৩০জে হারকিউলিস উড়োজাহাজ। ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে রয়েছে। সন্ধ্যা ৬টার দিকে উড়োজাহাজটি অবতরণ করতে পারে।

ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানায়, হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করতে পারে। দিল্লির কাছাকাছি এই বিমান ঘাঁটিটি উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় অবস্থিত। সেখান থেকেই তিনি লন্ডন যেতে পারেন।

তবে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজেই তিনি লন্ডনে যাবেন নাকি অন্য কোনো উড়োজাহাজে যাবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

দিল্লি এয়ারট্রাফিক কনট্রোল সূত্র জানায়, ফ্লাইটরাডার২৪ এর মাধ্যমে বহু মানুষ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটির গতিবিধির ওপর নজর রাখছেন। এক পর্যায়ে সর্বোচ্চ ৫২ হাজার মানুষ এর ওপর নজর রাখছিলেন।

সূত্র জানায়, বাংলাদেশ থেকে পাওয়া অনুরোধের পরিপ্রেক্ষিতে হাসিনাকে বহনকারী বিমানটিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, নয়াদিল্লি বাংলাদেশের ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

Comments

The Daily Star  | English

Managing expectations the challenge for EC

The EC was a rubber stamp to legalise AL's usurpation of power in last three elections

2h ago