সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বিকেল ৫টায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
কয়েক হাজার শিক্ষার্থী ও বিক্ষোভকারী আজ শনিবার দুপুর ২টার দিকে শহীদ মিনার, পার্শ্ববর্তী চৌহাট্টা এলাকায় অবস্থান নেয়। এসময় তারা পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে থাকে।
ঘটনাস্থলে থাকা আমাদের সংবাদদাতা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃষ্টির কারণে আন্দোলনকারীদের সংখ্যা কমে গেলেও বৃষ্টি থামার পরে আবারও তা বাড়তে থাকে। বিকেল ৫টার সময় দরগাহ গেইট থেকে আন্দোলনকারীদের বড় একটা মিছিল চৌহাট্টা পয়েন্টে এসে যুক্ত হয়। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এর পরই পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড পরবর্তীতে টিয়ারশেল ও শটগান থেকে রাবার বুলেট ছোড়ে।
সংঘর্ষ চৌহাট্টা থেকে পার্শ্ববর্তী দরগাহ গেইট, জিন্দাবাজার, নয়াসড়কে ছড়িয়ে যায়। দফায় দফায় সংঘর্ষ চলছিল।
Comments