প্রেসক্লাব থেকে বিক্ষোভকারীদের গণমিছিল, স্লোগানে উত্তাল শহীদ মিনার

জাতীয় প্রেস ক্লাবের সামনে 'দ্রোহযাত্রা' সমাবেশ শেষে শহীদ মিনার পর্যন্ত গণমিছিল করেছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার বিকেল ৩টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেস ক্লাবের সামনে গান-কবিতা-পথ নাটক পরিবেশনের পর এ মিছিল শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল' কর্মসূচির ডাকে সাড়া দিয়ে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ থেকে হাইকোর্ট এলাকা ঘুরে শাহবাগ পর্যন্ত মিছিল করেছে দিকে কয়েকশ মানুষ। শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল করে তারা প্রেস ক্লাবে যান। সেখানে প্রায় তিন হাজার মানুষের জমায়েত হয়। 

ছবি: স্টার

 
প্রেস ক্লাবে কর্মসূচি শেষে বিশাল মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদ মিনারে হাজারো বিক্ষোভকারীরা অবস্থান করছেন। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সমাবেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, অধিকারকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আছেন। হাজারো মানুষের স্লোগানে শহীদ মিনার প্রাঙ্গন মুখরিত হয়ে আছে।   

 

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

41m ago