১৩ দিন পর সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশব্যাপী সহিংসতার কারণে বন্ধ থাকার ১৩ দিন পর সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে স্বল্প দূরত্বের গন্তব্যে লোকাল, মেল ও কমিউটার ট্রেন পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, কারফিউ শিথিল থাকা অবস্থায় খুবই সীমিত আকারে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।
তবে এখনই কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে।
Comments