বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয় খোলার অনুকূল নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য অনুকূল নয়। সরকার বরং চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, তারা স্কুল-কলেজ খোলার জন্য পরিস্থিতি দেখছেন।
মহিবুল হাসান আরও বলেন, 'আল্টিমেটাম দেওয়ার পর যখন সহিংসতার ঘটনা ঘটে, তখন দায় তাদের ওপর পড়ে, যারা আল্টিমেটাম দিয়েছে।'
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।
.
Comments