কোটা আন্দোলন

সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা: ডিএমপি

‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুধু তাদের (শিক্ষার্থীদের) জন্য নয়, নগরবাসীর কাছেও আমাদের দায়বদ্ধতা রয়েছে।’
ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিং করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার কে এইচ মাহিদ উদ্দিন। ছবি: সংগৃহীত

ডিএমপির অতিরিক্ত কমিশনার কে এইচ মাহিদ উদ্দিন বলেছেন, হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা দেওয়ার পর কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। কাজেই কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে আজ ‍বৃহস্পতিবার তিনি বলেন, 'ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুধু তাদের (শিক্ষার্থীদের) জন্য নয়, নগরবাসীর কাছেও আমাদের দায়বদ্ধতা রয়েছে।'

আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি।

ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, 'তারা গত ১০ দিন ধরে রাস্তায় ছিল। আমরা তাদের সমস্যাগুলো বিবেচনা করেছি। কিন্তু তারা যদি এখন আমাদের আহ্বান না মানেন, তাহলে সেটা হবে অপরাধ।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের প্রতি আমাদের সহানুভূতি ও ভালোবাসা আছে। তবে উচ্চ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।'

'আমি মনে করি, সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশ শিক্ষার্থীদের পক্ষে,' বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

 

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

46m ago