সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি
সিরাজগঞ্জের কাজীপুর এলাকায় যমুনা নদীর পানি বাড়ছে। ফাইল ফটো | ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে আবারও দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, এভাবে পানি বাড়তে থাকলে শিগগির বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

আজ মঙ্গলবার সকালে যমুনা নদীর কাজীপুর পয়েন্টে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে ১৩ দশমিক ৭০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।

এছাড়া, হার্ড পয়েন্টে বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। এই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৩৪ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ড মনে করছে, যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করবে না। যে কারণে বন্যা হওয়ার আশঙ্কা নেই।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'উজানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে দ্রুত পানি বাড়ছে। আগামী আরও তিন দিন যমুনার পানি বাড়তে পারে, তারপর কমতে শুরু করবে।'

তিনি আরও বলেন, 'আমরা মনে করছি, আপাতত বন্যার কোনো আশঙ্কা নেই।'

সিরাজগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'সিরাজগঞ্জের নদী তীরবর্তী পাঁচটি উপজেলার প্রায় ২৫টি ইউনিয়ন বন্যার ঝুঁকিতে রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে ২৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।'

Comments