বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

সোমবার ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন র‌্যাবের মহাপরিচালক মো. হারুন-অর-রশিদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, এদেশে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন র‌্যাবের মহাপরিচালক মো. হারুন-অর-রশিদ।

আজ সোমবার ২০১৬ সালে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গুলশান মডেল থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক মো. হারুন-অর-রশিদ বলেছেন, 'জঙ্গি তৎপরতার কোনো তথ্য এখন আমাদের কাছে নাই। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, আমি দাবি করতে চাই যে, বাংলাদেশ ইজ দ্য সেফয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড (বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ)। এই ধরনের (জঙ্গি হামলার) কোনো শঙ্কা আমাদের নাই।'

তিনি আরও বলেন, 'র‍্যাব সূচনা থেকেই উগ্র মৌলবাদ, উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে। আমাদের সারাক্ষণই এই বিষয়গুলোর ওপর নজরদারি রয়েছে। ২০১৬ সালে সন্ত্রাসী হামলার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র‍্যাবকে আধুনিকায়ন করা, তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা… আমি বলব যে, র‍্যাব এখন আধুনিক, দক্ষ ও পেশাদার বাহিনী। আমাদের যে সক্ষমতা রয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।'

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কর্মকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে, ভার্চুয়াল কার্যক্রমও নজরদারি করা হচ্ছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, 'আমি দেশের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই যে এদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান বা মৌলবাদের উত্থান হবে না।'

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

17m ago