দেশে মসজিদ আছে প্রায় সাড়ে ৩ লাখ: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, দেশের ৬৪ জেলায় প্রায় সাড়ে ৩ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ইমাম-মুয়াজ্জিন আছেন প্রায় ১৭ লাখ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র এমপি নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
ধর্মমন্ত্রী জানান, বায়তুল মোকারম জাতীয় মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়াতুল ফালাহ মসজিদে তিনজন খতিব, ছয়জন পেশ ইমাম ও ছয়জন মুয়াজ্জিনের বেতন ভাতা রাজস্ব খাতভুক্ত সরকারিভাবে প্রদান করা হয়।
তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও একজন খাদেমকে পর্যায়ক্রমে সম্মানীর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।
একই সঙ্গে ৫৬৪টি মডেল মসজিদের জন্য রাজস্ব খাতে পদ সৃজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পদ সৃজনের পর তাঁদের (ইমাম ও মুয়াজ্জিন) বেতন–ভাতা রাজস্ব খাতভুক্ত বেতন স্কেল থেকে দেওয়া হবে। বর্তমানে সারা দেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৪৯ হাজার ৭১৯ জন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত রয়েছেন। তাঁদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।
ধর্মমন্ত্রী আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে আয়বর্ধক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ট্রাস্টের আয় বৃদ্ধি পেলে ভবিষ্যতে দেশের সব ইমাম ও মুয়াজ্জিনদের অনুদানের আওতায় আনা সম্ভব হবে। এই লক্ষ্যে দেশের সব মসজিদের ডেটাবেস তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
Comments