পুলিশে বড় রদবদল, ৪০ কর্মকর্তার বদলি-পদায়ন
পলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তিনটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৪০ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজুম মুনিরা সই করেন।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি সুপার নিউমারারি) কৃষ্ণ পদ রায়কে ঢাকায় পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে নয়জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৫ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
Comments