ঈদে ছুটে যাওয়া মহিষ ধরতে জাতীয় চিড়িয়াখানার টিম গাজীপুরে
ঈদের দিন কোরবানির জন্য কেনা ছুটে যাওয়া মহিষ ধরতে ঢাকার জাতীয় চিড়িয়াখানার একটি টিম গাজীপুর গেছে আজ বুধবার।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা গ্রামে একটি বিল থেকে মহিষটিকে ধরে চেতনানাশক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়।
কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'ঈদের দিন আমরাইদ পশুর হাট থেকে মহিষ কিনে বাড়িতে নিয়ে আসার সময় ক্রেতার হাত থেকে ছুটে যায় মহিষটি। গত দুই দিন চেষ্টা করে মহিষ ধরতে না পেরে এলাকাবাসী আমাদের জানায়। পরে ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে একজন এক্সপার্ট অফিসারসহ একটি টিম এসে মহিষটিকে চেতনানাশক ওষুধ দেন।'
জাতীয় চিড়িয়াখানার কর্তব্যরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমির হোসেন বলেন, 'মহিষটিকে চেতনানাশক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে কোরবানিও দেওয়া হয়েছে।'
Comments