বান্দরবানে বেনজীরের ২৫ একর জমিসহ বিপুল সম্পত্তি জব্দের আদেশ আদালতের

বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার গুলশানে তিন কাঠা জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, বাড্ডায় ৩০৭৫ বর্গফুটের দুটি ফ্ল্যাট, আদাবরে ছয়টি ফ্ল্যাট এবং বান্দরবানে ২৫ একর জমি। আর অস্থাবর সম্পত্তির মধ্যে আছে সিটিজেন টেলিভিশন লি. এবং টাইগেরাফিট অ্যাপারেলস লি.।

এছাড়া, শতভাগ মালিকানাধীন আটটি এবং আংশিক মালিকানাধীন ১৫টি সম্পত্তি জব্দ করারও নির্দেশ দিয়েছেন আদালত। বেনজীর, তার স্ত্রী এবং তিন মেয়ে এসব সম্পত্তির মালিক।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি, তার স্ত্রী ও তিন কন্যার মালিকানাধীন এসব সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন। দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago