দেশের কোনো সরকারি হাসপাতাল ও ল্যাবের আন্তর্জাতিক সনদ নেই: স্বাস্থ্যমন্ত্রী

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

দেশের কোনো সরকারি হাসপাতাল ও ল্যাবের আন্তর্জাতিক সনদ নেই বলে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন। 

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।

নোয়াখালী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোরশেদ আলমের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, 'বর্তমানে দেশের কোনো সরকারি হাসপাতাল ও ল্যাবের আন্তর্জাতিক মান সনদ নেই।'

'তবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টারের আইএসও সনদ প্রাপ্তির কার্যক্রম প্রক্রিয়াধীন আছে,' বলেন তিনি।

ভবিষ্যতে সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মান সনদ নেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।

Comments

The Daily Star  | English

Foreign debt costs to spiral

Bangladesh’s interest payments on external borrowing are projected to soar by 65 percent within three years due to rising global interest rates and an expanded foreign loan portfolio, which will put further pressure on the dwindling foreign currency reserves. 

1h ago