৭ মাসের নিষেধাজ্ঞার পর বাংলাদেশিদের ১২ ক্যাটাগরির ভিসা দেবে ওমান
ওমান সরকার সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য ১২ ক্যাটাগরির ভিসার ঘোষণা দিয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ সোশাল ক্লাব ওমানের সভাপতি সিরাজুল হকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ওমান।
এই ক্যাটাগরিগুলোর মধ্যে আছে ফ্যামিলি ভিসা, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, ডক্টরস ভিসা, ইঞ্জিনিয়ার্স ভিসা, নার্স ভিসা, টিচার্স ভিসা, অ্যাকাউন্ট্যান্টস ভিসা, ইনভেস্টরস ভিসা এবং আরও কয়েক ধরনের আনুষ্ঠানিক ভিসা।
প্রায় ৭ মাস আগে বাংলাদেশিদের ভিসার ওপর নিষেধাজ্ঞা আসে।
২০২৩ সালের ৩১ অক্টোবরে সব ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধের পর বাংলাদেশি নাগরিকদের ওমান ভ্রমণ ৫০ শতাংশ কমেছে।
৩১ অক্টোবর রয়াল ওমান পুলিশ (আরওপি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভিসা ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এই প্রজ্ঞাপন প্রকাশের অল্প সময়য় পর মাসকাটে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, 'এই নিষেধাজ্ঞা সাময়িক'।
Comments