ডিএসসিসি

কাউন্সিলরকে জুতাপেটা করায় নারী কাউন্সিলর চামেলী বহিষ্কার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ডিএসসিসির বোর্ড সভায় মেয়রের সামনে ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনকে জুতাপেটা করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, চামেলিকে অশালীন আচরণের জন্য বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার ডিএসসিসির বোর্ড মিটিং চলাকালে নারী কাউন্সিলর চামেলী হঠাৎ চেয়ার থেকে উঠে রতনকে জুতাপেটা করেন।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।

Comments

The Daily Star  | English

ACC team to open lockers of 300 Bangladesh Bank officials 

The eight-member team, led by ACC Director Sayemuzzaman, reached the central bank around 12:30 pm today to conduct the search.  

52m ago