মাহফিল কমিটিতে নাম রাখা নিয়ে সংঘর্ষ, নিহত ১
পটুয়াখালীর দুমকিতে মাহফিল কমিটিতে নাম রাখা নিয়ে সংঘর্ষে আহত মোশারেফ হোসেন (৪০) মারা গেছেন।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি পূর্ব কার্তিকপাশা গ্রামে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৬ এপ্রিল রাতে পূর্ব কার্তিক পাশা মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোশারফসহ ১৫ জন আহত হন।
সংঘর্ষের ঘটনায় মোশারেফের ভাই সুলতান মুন্সী এবং অপরপক্ষে নেসার উদ্দিন বাদি হয়ে গত ২৯ এপ্রিল দুমকি থানায় পৃথক দুটি মামলা করেন বলে জানান ওসি।
তিনি জানান, পূর্ব কার্তিক গ্রামের কারিমিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল কমিটিতে স্থানীয় সোবাহান মুন্সীর নাম না রাখায় মাহফিল কমিটি ও মুন্সী বাড়ির লোকদের মধ্যে সংঘর্ষে মোশারেফ মুন্সীসহ ১৫ জন আহত হন।
আহতদের প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে মোশারেফ মুন্সীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে তিনি মারা যান।
Comments