সুন্দরবনের আগুন: বিভাগীয় বন কর্মকর্তা বলছেন ‘সম্পূর্ণ নিভে গেছে’

সুন্দরবনের আগুন নেভাতে গতকাল দুপুরে হেলিকপ্টারে করে পানি ছিটানো হয়। ছবি: পার্থ চক্রবর্তী/স্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ক্যাম্পের বনাঞ্চলের আগুন 'সম্পূর্ণ নিভে গেছে' বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা (সুন্দরবন পূর্ব বিভাগ) কাজী মো. নুরুল করিম।

তবে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী বলছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসে।

আর নৌবাহিনীর কমান্ডার বাশারুল ইসলামও বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এর আগে গতকাল রাতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ও জানিয়েছে, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

27m ago