ঢাকা-জয়দেবপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

বিকেল ৫টা ২০ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর দুর্ঘটনা কবলিত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে।
ঢাকা-জয়দেবপুর রেলপথ। ছবি: সংগৃহীত

ঢাকা-জয়দেবপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ শনিবার সন্ধ্যা ৭টায় জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম স্টেশন মাস্টার আবুল হোসেনের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিকেল ৫টা ২০ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর দুর্ঘটনা কবলিত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। এখন দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করতে পারবে।'

 

Comments

The Daily Star  | English

BB finds six types of wrongdoing in export data

The central bank discovered six types of statistical wrongdoing that inflated export data, a development that led to a multibillion-dollar correction.

10h ago