চাঁদপুর

জেলেদের চাল বিতরণে অনিয়ম, সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

প্রতীকী ছবি | স্টার ডিজিটাল গ্রাফিক্স

চাঁদপুরে জেলেদের চাল বিতরণে অনিয়মকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার রাত ৮টায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল হোসেন ও কনস্টেবল আপেল মাহমুদকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মো. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই ইউনিয়নের সাড়ে চার হাজার কার্ডধারী জেলের চাল বিতরণ চলছিল। এসময় নির্দিষ্ট জেলের তুলনায় চাল কম হওয়ায় ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ৪০-৫০ জন জেলেকে চাল দেওয়া সম্ভব হয়নি। এজন্য বর্তমান ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ ঘোষণা করা হলে সাবেক ইউপি চেয়ারম্যান মনা খার ছেলে জসিম খানের নেতৃত্বে সেখানে হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড ফাকা গুলি ছুড়ে।'

এসময় পুলিশের এসআই মকবুল হোসেনসহ আরও পাঁচ পুলিশ সদস্য এবং উভয় পক্ষের ২০ জন আহত হন বলে জানান তিনি।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'রাতে সেখানে চাল বিতরণের অনিয়ম নিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকজন মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এখনো ঘটনাস্থলে অবস্থান করছি।'

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম ডেইলি স্টারকে বলেন, 'আমরা সেখানে হামলার ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ পাঠাই। এসময় আমাদের ওপর চারপাশ থেকে হামলা চালানো হয়। এসময় বাধ্য হয়ে ফাকা গুলিবর্ষণ করি। পরে দেশিও অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে অন্য কেউ আহত আছে কিনা জানা নেই। আমরা এখনো ঘটনাস্থলে আছি। তবে কেউ আটক নেই।'  

Comments

The Daily Star  | English

Bangla Academy suspends list of awardees

A statement from Bangla Academy's Director General Mohammad Azam said following a meeting of the Literary Award committee, the decision was made to reconsider the original list

3h ago