চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ১

জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে এক যাত্রী আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুরের বেলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আকাশ (১৯) সরিষাবাড়ী উপজেলার রামচন্দ্র খালী এলাকার নাছির উদ্দিনের ছেলে। 

আকাশ জানান, বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি কুমিল্লা থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে জামালপুর আসেন। এরপর জামালপুর থেকে যমুনা এক্সপ্রেস দিয়ে সরিষাবাড়ীর দিকে যাচ্ছিলেন। ট্রেনটি বেলটিয়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে তার মাথায় লেগে গুরুত্বর আহত হন তিনি।

পরে ট্রেন সরিষাবাড়ীতে পৌঁছলে যাত্রীরা তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনা তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Adani warns PDB to clear outstanding bills

Bangladesh seeks full power supply restoration from Adani plant

Adani halved supply to Bangladesh on October 31 due to payment delays

59m ago