কেউ যেন নিরাপত্তাহীনতা-শঙ্কায় না থাকি: ড. ইউনূস

ঢাকার শ্রম আপীল ট্রাইব্যুনাল আদালত প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রবীর দাশ/স্টার

আমরা কেউ যেন নিরাপত্তাহীনতা-শঙ্কার মধ্যে না থাকি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার ঢাকার শ্রম আপীল ট্রাইব্যুনাল আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়। এই নতুন বছরে আমরা নিজেদেরকে নতুন করে যেন আবিষ্কার করতে পারি। এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি। আমরা শান্তিময় পরিবেশে বসবাস করি। আমরা যেন সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি। সেটার জন্য আমরা সবাই মিলে একত্রে চেষ্টা করি, এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন, আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি, সুন্দরভাবে বাস করি।

'আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি। আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যেসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের মনে যেসব স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, সে স্বপ্নগুলো পূরণ করতে যেন আমরা তাদের সহায়তা করি। এটাই আমাদের আজকের শপথ।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত যেভাবে হুকুম করেন, সেভাবেই আসছি। আমার তো করার কিছু নেই।

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

5h ago