৫ দিন পর দুবাই বন্দরে পৌঁছাবে মুক্ত এমভি আব্দুল্লাহ
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এতে থাকা ২৩ বাংলাদেশি নাবিক।
আজ ভোর সাড়ে ৩টার দিকে দ্য ডেইলি স্টারকে এ খবর নিশ্চিত করেছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান কে এস আর এম গ্রুপের উপর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান।
তিনি জানান, জলদস্যুদের সঙ্গে জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমঝোতা সফলভাবে শেষ হওয়ার পর দস্যুরা জাহাজটিকে আজ মুক্তি দিয়েছে।
তবে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
জাহাজটি বর্তমানে দুবাইয়ের পথে রয়েছে এবং নাবিকরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে শাহরিয়ার জাহান জানান।
জাহাজটি আগামী ১৯ এপ্রিলের দিকে দুবাইয়ের বন্দরে পৌঁছবে বলে মনে করেন কে এস আর এম গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মেহেরুল করিম।
Comments