ঈদে মুক্তির তালিকা থেকে সরে গেল ২ সিনেমা

ওই দুটি সিনেমার টিজার, ট্রেলারও প্রকাশ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান।

আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল ১৩টি বাংলা সিনেমার। কিন্তু এর মধ্যে দুটি সিনেমা এই তালিকা থেকে সরে দাঁড়াল। ওই দুটি সিনেমার টিজার, ট্রেলারও প্রকাশ করেছিল তাদের প্রযোজনা প্রতিষ্ঠান।

মুক্তির তালিকা থেকে সরে যাওয়া প্রথম সিনেমার নাম 'ডেডবডি'। মো. ইকবাল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপুসহ অনেকেই।

ঈদের মুক্তি থেকে সরে যাওয়া দ্বিতীয় সিনেমা জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত 'পটু'। সিনেমাটি ঈদে মুক্তির কথা থাকলেও ঈদের একদিন জানানো হয়েছ এটি মুক্তি পাচ্ছে না। আহম্মেদ হুমায়ুন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইভান সাইর, আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদারসহ অনেকেই।

ঈদে মুক্তির তালিকায় থাকা বাকি ১১টি সিনেমা হলো—রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজল রেখা, লিপস্টিক, মায়া দ্যা লাভ, মোনা: জ্বীন-২, সোনার চর, গ্রীনকার্ড, আহারে জীবন ও মেঘনা কন্যা।

Comments