আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেল থেকে সামিয়া রহমান সৃষ্টি (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ে।

দক্ষিণ যাত্রাবাড়ীর ক্যামব্রিয়ান স্কুলের পাশে রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে আজ রোববার সন্ধ্যায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংধনু হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। জানালার গ্রিলে বাঁধা ওড়নার সঙ্গে তার মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

তিনি আরও জানান, সামিয়া রহমান উত্তরা ২ নম্বর রোডের ৩ নম্বর সেক্টর এলাকায় স্বামী তানিমের সঙ্গে বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি বাসা থেকে বের হয়ে আসেন।

'আজ দুপুরেই তিনি যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে উঠেছিলেন। সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে দরজায় নক করে কোনো সাড়া-শব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়,' বলেন সাব্বির।

Comments

The Daily Star  | English

Musk keen on launching Starlink in Bangladesh

Elon Musk, head of the US Department of Government Efficiency, yesterday said he is looking forward to launching Starlink in Bangladesh

54m ago