পোশাক শ্রমিকদের জন্য জয়দেবপুর-পার্বতীপুর বিশেষ ট্রেন রাত ১১টায়

জয়দেবপুর রেলস্টেশন। ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চালু হচ্ছে।

আজ রোববার রাত ১১টায় প্রথম ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু হানিফ।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পার্বতীপুর ছেড়ে যাওয়ার উদ্দেশে ট্রেনটি রাত ১০টার দিকেই জয়দেবপুর রেললাইনে চলে আসবে।'

'আজ, কাল এবং পরশু তিনটি বিশেষ ট্রেন জয়দেবপুর রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনগুলো ঈদের পরদিন থেকে পরের তিনদিন বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে জয়দেবপুর আসবে', বলেন আবু হানিফ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশেষ এই ট্রেনে মোট আসন ৭১৬টি, যার মধ্যে প্রথম শ্রেণির ২৪টি। টিকিট পাওয়া যাবে অনলাইনে। আসন বিহীন টিকিট ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবীর খোকন বলেন, 'শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালুর বিষয়টি আমাদের সংগঠনগুলোর মাধ্যমে শ্রমিকদের অবগত করতে পারলে ভালো হতো। শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। এমন একটি সুযোগ শ্রমিকদের জানানোর দরকার ছিল।'

এদিকে, ২০১৯ সাল থেকে জয়দেবপুর রেলস্টেশনে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন স্পেশাল রেসপন্স টিম।

সংগঠনের কো চীফ কমান্ডেট নওসাদ আলম মাসুদ ডেইলি স্টারকে বলেন, 'স্পেশাল রেসপন্স টিম ট্রেন আসার পূর্বে প্ল্যাটফর্মের কার্নিশে কোনো যাত্রী যাতে দাঁড়িয়ে থাকতে না পারে, রেললাইন দিয়ে কেউ যেন যাতায়াত করতে না পারে, রেললাইনে দাঁড়িয়ে যাতে ছবি তুলতে না পারে, ট্রেন থামার পর আগে যাত্রীদের নামতে ও উঠতে দেওয়ার সুযোগ, তাড়াহুড়ো করে ট্রেনে উঠার চেষ্টা না করা, যাতে পকেটমারের শিকার না হয়, বিশেষ করে নারীদের পকেটমারের বিষয়ে সাবধান করা, ট্রেনে উঠার সময় ফোন, পকেট ও মানিব্যাগ সাবধানে রাখতে বলাসহ নানা বিষয়ে সচেতনতামূলক কাজ করছে।'

 

Comments

The Daily Star  | English

Consumption culture only producing waste: Prof Yunus

The chief adviser, at COP29, calls for a new economic framework to tackle climate crisis

58m ago