কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিক বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নীট কম্পোজিট পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ীতে জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নীট কম্পোজিট পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

আজ সোমবার সকাল সোয়া ৯টায় এই প্রতিবেদন লেখার সময় শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুন এলাকায় কেয়া নীট কম্পোজিট লিমিটেডের প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন। আজ ভোর ৬টায় তারা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা বকেয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।'

তিনি জানান—গাজীপুরের শিল্প পুলিশ, কোনাবাড়ী থানা পুলিশ, সিটি এসবি পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

কেয়া নীট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ—কারখানা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারির বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস 'দিই' 'দিচ্ছি' বলেও দিচ্ছে না।

শ্রমিকেরা ডেইলি স্টারকে জানান—বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কেয়া নীট কম্পোজিট লিমিটেড প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শুধু ফেব্রুয়ারি বেতন বকেয়া আছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।'

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago