নোয়াখালীতে পুকুরে মিলল ৯ কেজি ইলিশ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়াতে একটি পুকুরে ৯ কেজি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩৫০-৫৫০ গ্রাম।

আজ বুধবার ভোরের দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের যুগান্তর কিল্লার উত্তরের পুকুরে মাছগুলো ধরা পড়ে।

হাতিয়া উপজেলা মৎস কর্মকর্তা মো. সাজু চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আফছার উদ্দিন জানান, একটি গুচ্ছ গ্রামে সাধারণত দুটি পুকুর থাকে। নিঝুমদ্বীপ ইউনিয়নের যুগান্তর কিল্লা গুচ্ছ গ্রামে দুটি পুকুর রয়েছে। যুগান্তর কিল্লার উত্তর পাশের বড় পুকুরটি লিজ নিয়েছেন আবদুল মান্নান নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি এ পুকুরে গত কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন। পুকুরটি ২৫টি পরিবার ব্যবহার করে। পুকুর থেকে মাছ ধরার জন্য তিনি গত কয়েক দিন ধরে পুকুরে সেচ মেশিন বসিয়ে পানি কমান। পানি কমিয়ে বুধবার ভোরের দিকে পুকুরের জাল ফেললে ৯ কেজি ইলিশ ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, এ পুকুরে আরও ইলিশ মাছ পাওয়া যেতে পারে।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন মেঘনার পানির সঙ্গে ইলিশ মাছও প্রবেশ করে। গত বছরও একই পুকুরে প্রায় ৪০-৪৫ কেজি ইলিশ ধরা পড়ে। এ বছর প্রথম ধাপে এ ইলিশগুলো ধরা পড়েছে। 

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাজু চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'অতি মাত্রার জোয়ারের সঙ্গে ইলিশ মাছের বাচ্চা পুকুরে প্রবেশ করছে। তবে পুকুরে ইলিশ পাওয়াটা ইতিবাচক। এটা নিয়ে চাঁদপুর মৎস গবেষণাকেন্দ্রে কাজ চলছে। পুকুরে ইলিশ চাষ নিয়ে মৎসবিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন।'

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

8h ago