গুলশানে বাসার ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তার মৃত্যু

ঢাকার গুলশানে ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে স্পেনের দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বাড়িটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে তিনি থাকতেন।

স্পেনের দূতাবাসের ওই কর্মকর্তার নাম ইসমায়েল গিল সেরানো (৫৮)। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ইসমায়েলের বাসার ডেস্ক থেকে একটি চিরকুট পেয়েছে পুলিশ। তিনি সম্ভবত মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

তিনি আরও জানান, ওই বাড়িটির অবস্থান গুলশান-২ এলাকার ১০৩ নম্বর সড়কে। ছয় মাস আগে এই বাড়িতে উঠেন তিনি। কিন্তু গত কিছুদিন থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ ফোন করে প্রতিবেশীরা তার বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি ছুরি নিয়ে লোকজনকে ভয় দেখাচ্ছিলেন বলে দূতাবাসের একজন কর্মকর্তা গতকাল মৌখিকভাবে পুলিশকে জানান।

আজ দুপুর পৌনে ২টার দিকে বাড়ির ছাদ থেকে পড়ে যান।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

1h ago