রেলে বিনা টিকিটে যাত্রী তুলে কাজ হারাল ক্যাটারিং প্রতিষ্ঠান

ব্রহ্মপুত্র এক্সপ্রেস
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের কেআর ক্যাটারার্সের সঙ্গে চুক্তি স্থগিত করা হয়েছে। ছবি: সংগৃহীত

বিনা টিকিটে যাত্রী তোলার দায়ে একটি ক্যাটারিং সার্ভিসের সঙ্গে চুক্তি স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার তৌষিয়া আহমেদ সই করা একটি চিঠিতে স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠান কেআর ক্যাটারার্স ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ক্যাটারার্স হিসেবে চুক্তিবদ্ধ ছিল।

চিঠিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ট্রেনটিতে অসংখ্য যাত্রী ক্যাটারিং সার্ভিসের কর্মীদের সহযোগিতায় বিনা টিকিটে ভ্রমণ করে। 

এ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের রেলওয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, চুক্তির শর্ত যথাযথভাবে পালন না করায় কেআর ক্যাটারার্সের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হলো।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

27m ago