বাংলাদেশ

গুলিবিদ্ধ ৪ বিজিপি সদস্য চমেক হাসপাতালে

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
স্টার অনলাইন গ্রাফিক্স

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিবিদ্ধ চার সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক সোমবার দিবাগত রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে চার বিজিপি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।'

গুলিবিদ্ধ চারজন হলেন—লা নি মং (৩০), কেউ থিন সিং (২৯), কিন মং ঝুঁ (৩৮) ও উও পাউ (৪৮)।

নূর আলম জানান, গত ৪ ফেব্রুয়ারি দুপুর সোয়া ৩টার দিকে তারা বিদ্রোহীদের গুলিতে জখম হয়েছিলেন। লা নি মংয়ের বাম পায়ে, কেউ থিন সিংয়ের ডান পা ও ডান হাতে, কিন মং ঝুঁয়ের ডান পা ও ডান হাতে এবং উও পাউয়ের ডান পা ও ডান হাতে গুলিবিদ্ধ হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Comments