‘কমিক-কন ৩৬৫’ আয়োজন ৩ ফেব্রুয়ারি

কমিকস-প্রেমীদের জন্য আসছে কমিক উৎসব 'কমিক-কন ৩৬৫'।

আগামী ৩ ফেব্রুয়ারি রাজধানীর যমুনা ফিউচার পার্কে এই আয়োজন থাকছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওইদিন যমুনা ফিউচার পার্কের ষষ্ঠতলায় সকাল ১১টায় শুরু হওয়া এই উৎসব শুরু চলবে রাত ৯টা পর্যন্ত।

মার্বেল, স্টার ওয়ারসসহ কমিক দুনিয়ার নানা চরিত্রের প্রদর্শনী থাকছে এই উৎসবে।

আয়োজক ইভেন্ট বক্স জানিয়েছে, উৎসবে কসপ্লে প্রতিযোগিতা, কসপ্লে ফটোগ্রাফি প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, বিট বক্সিং, ভিআর গেমস, কে পপ হিপহপ ডান্স ও কনসার্টের মতো আরও অনেক আয়োজন থাকছে। এখানে বিচারক হিসেবে থাকছেন স্বনামধন্য কসপ্লেয়ার কাজী এম নূর। উৎসবে টিকিটের দাম ৪০০ টাকা, যা টিকিফাই থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিকসের ইতিহাস একেক সংস্কৃতিতে একেক পথে অগ্রসর হয়েছে। বিশেষজ্ঞরা এর প্রাথমিক ইতিহাস লাসকো গুহাচিত্র পর্যন্ত নির্ধারণ করেছেন। বিংশ শতাব্দীর শেষের মধ্যভাগের আগেই কমিকস যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ (বিশেষ করে ফ্রান্স ও বেলজিয়াম) এবং জাপানে জনপ্রিয়তা লাভ করে।

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

2h ago