বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি দেখছে জাতিসংঘ, সহিংসতা পরিহারের আহ্বান

বাংলাদেশের সব পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, 'বাংলাদেশে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দেখেছে জাতিসংঘ। সেখানে কী ঘটছে অব্যাহতভাবে তা অনুসরণ (ফলো) করছেন জাতিসংঘ মহাসচিব। বিরোধী দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সম্পর্কেও তিনি জানেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ভিন্নমত ও সমালোচকদের কণ্ঠরোধ ও বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন।'

'জাতিসংঘ মহাসচিব নির্বাচনের আগে এবং চলাকালীন সহিংসতার ঘটনা নিয়ে উদ্বিগ্ন। তিনি সব পক্ষকে সব রকম সহিংসতা পরিহার এবং মানবাধিকার ও আইনের শাসনকে শ্রদ্ধা করার জন্য আহ্বান জানিয়েছেন। এটি গণতন্ত্রের সুসংহতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সেখানে (বাংলাদেশে) গণতান্ত্রিক পরিবেশ লালন করা অপরিহার্য। সব রকম সহিংসতাকে পরিহার করতে হবে এবং সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হবে যে মানবাধিকারকে শ্রদ্ধা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago