৭ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা ও কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
নৌপথে দুর্ঘটনা এড়াতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, 'বুধবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাত সাড়ে ১১টায় এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়।'
তিনি আরও বলেন, 'বেগম সুফিয়া ও বেগম রোকেয়া মানিকগঞ্জের আরিচা ঘাটে এবং শাহ আলী, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন পাবনার কাজিরহাটে নোঙ্গর করে ছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল শুরু হয়।'
দীর্ঘ সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের পড়েন এই পথে আসা যানবাহনের শ্রমিক ও যাত্রীরা।
ঘন কুয়াশার কারণে গত সাত দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় জনজীবনে ঝুঁকি তৈরি হয়েছে। সড়ক পথেও যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
এ দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
Comments